শফিউল আলম, রাউজানবার্তাঃ
চট্টগ্রাম জেলারন রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিন হিংগলা কাজীর টিলা এলাকার পাশে মাছ ধরার জালে আটকা পড়ে একটি অজগর সাপ।
গত ৫ জুলাই শুক্রবার দিবাগত রাতে ধরা পড়া অজগরটি জালে আটকা পড়া থেকে উদ্বার করে সাংবাদিক শফিউল আলম।
১২ ফুট দৈর্ঘ ১০ কেজি ওজনের অজগর সাপটি গতকাল ৬ জুলাই শনিবার সকালে চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধিন ইছামতি রেঞ্জের রাউজান ঢালার মুখ ষ্টেশন অফিসার উজ্জল কান্তি মজুমদারের কাছে সোর্পদ করেন সাংবাদিক শফিউল আলম।
পরে অজগর সাপটি রাউজান রাবার বাগানের বন এলাকায় ছেড়ে দেয় বস বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা ।