শফিউল আলম, রাউজানবার্তাঃ
চট্টগ্রামের রাউজানের পাহাড়তলীতে সাপের কামড়ে রনজিৎ পাল (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) বেলা সোয়া ১২টায় রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মৃত্যু হয়। জানা যায়, নিহত রনজিৎ পাল উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তরপাড়া গ্রামের মৃত নিকুঞ্জ পালের ছেলে।
নিহত রনজি পালের পরিবার জানায়, সে সকাল সাড়ে ৯টার সময় বাড়ির পাশে কৃষি জমিতে কাজ করছিল। এ সময় বিষাক্ত সাপ তার ডান পায়ে দংশন করে। বেলা সাড়ে ১১টায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর বলেন, সকালে সাপে দংশন করা এক ব্যক্তিকে আনা হয়। আমরা তাকে ভ্যাকসিন প্রয়োগসহ নানাভাবে চেষ্টা করেছি বাঁচানোর জন্য। কিন্ত তিনি বেলা ১২টা ১৫ মিনিটের দিকে মারা যান। হয়তো সাপে কামড়ের পর তার সময়ক্ষেপণ হয়েছে। এ জন্য ভ্যাকসিনে কাজ করেনি।