এম জাহাঙ্গীর নেওয়াজঃ
রাঙ্গুনিয়া উপজেলা গাউছিয়া কমিটি বাংলাদেশ বেতাগী ইউনিয়ন ৩নং ওয়ার্ড কমিটির অভিষেক অনুষ্টান ও জামেয়া আহমদিয়া সুন্নীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (র:) এর ফাতেহা শরীফ মধ্যে বেতাগী খান মোহাম্মদ তালুকদার বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে শুক্রবার বাদে মাগরিব ৩নং ওয়ার্ড কমিটির সভাপতি মাওলানা আরিফুর রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ মাধ্যম শাখার সভাপতি নুর মোহাম্মদ রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ মাধ্যম শাখার নির্বাহী সদস্য এহসানুল করিম, বিশেষ অতিথি ছিলেন অতিথি ছিলেন সৈয়দ মুহাম্মদ রফিক আহম্মদ, মুহাম্মদ জসীম উদ্দিন, বেতাগী ৩নং ওয়াড শাখার উপদেষ্টা মুহাম্মদ শহিদুল্লাহ,
বিশেষ অতিথি ছিলেন বেতাগী ৪ নং ওয়ার্ড শাখার সভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ, এসময় ৩নং ওয়ার্ড কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিষেক অনুষ্ঠানের শুরুতে হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (র:) এর ওরশ উপলক্ষে খতমে গাউছিয়া শরীফ ও ফাতেহা খানি অনুষ্টিত হয়। পরে মিলাদ কিয়াম মুনাজাত ও তাবারুক বিতরনের মাদ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।