শফিউল আলম, রাউজানবার্তাঃ
চট্টগ্রামের রাউজানে খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ২ মে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার ১০ নং পূর্ব গুজরা ইউনিয়নের মীরধারপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত দুই বছরের শিশু কন্যা মাইমুনা আকতার রেখা এলাকার আমিনুর রহমান কোম্পানির বাড়ির মোহাম্মদ আলী ড্রাইভারের কন্যা। দুই বোন এক ভাইয়ের মধ্যে শিশু কন্যা মাইমুনা ছিল পরিবারের তৃতীয় সন্তান।
স্থানীয় বাসিন্ধা আব্দুল হামিদ জানান, শিশু কন্যা মাইমুনা আকতার রেখাকে কোলে নিয়ে বাড়ির পাশে নিজেদের স্বজি ক্ষেতে যান মা রাজু আকতার। ফসল তোলার সময় মেয়েকে ক্ষেতের একপাশে মেয়েকে বসিয়ে রাখেন। এক পর্যায়ে মায়ের অগোচরে শিশু মাইমুনা আকতার রেখা পাশ দিয়ে প্রবাহিত
কাঠালবাঙ্গা কুল খালে পড়ে যায়।
দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির এক পর্যায়ে খালের কাঁঠালভাঙ্গা ব্রিজের পাশে তার ভাসমান দেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে শিশু রেখার মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে। খালে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় পুরো এলাকার বিরাজ করছে শোকাবহ পরিবেশ।
পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বকুল বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।