রাউজানবার্তা প্রতিবেদকঃ
রাউজানের সাবেক সাংসদ ফজলে করিমের ফাঁসির দাবিতে বাগোয়ান ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
০৪ অক্টোবর শুক্রবার রাউজান উপজেলা যুবদলের সদস্য সচিব ইসতিয়াক চৌধুরী অভির সভাপতিত্বে রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মুরাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাহের আলম, চট্টগ্রাম আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মফিজ উদ্দিন ইমন,
রাউজান উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জানে আলম, আব্দুর শুক্কুর, সেলিম উদ্দিন, আব্দুর শুক্কুর, এম ইয়াকুব আলী, জাহেদুল ইসলাম, সেকান্দার রানা, লিমন চৌধুরী বাপ্পা, নাজিম উদ্দিন,রেজাউল করিম টিটু, শহিদুল ইসলাম টিটু, তারেক, ইলিয়াস তালুকদার, নুরুল ইসলাম, জয়নাল, সাজ্জাদ, আবুল কালাম, সুমন, তৈয়ব,জনি, রবিউল, প্রমুখ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন ফজলে করিম জুনুর ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন।