শফিউল আলম, রাউজানবার্তাঃ
বিশ্ব অলী শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারীর ৩৬ তম ওরশ শরীফ উপলক্ষে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের আওতাধিন সারা দেশ ও বিদেশে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর শাখা সমুহের উদ্যোগে ৪ অক্টোবর শুক্রবার প্রতিটি এলাকার মসজিদে খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
৮দিন ব্যাপী কর্মসুচি উপলক্ষে খতমে কোরআন মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। এই কর্মসুচির আলোকে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার ব্যবস্থাপনায়, রাউজানের রশিদর পাড়া তমিজ উদ্দিন জামে মসজিদে পবিত্র খতমে কুরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্বে করেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার সভাপতি মুহাম্মদ নূরুল আলম চৌধুরী, মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সিনিয়র মুদারীস মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রধান আলোচক ছিলেন রাউজান রশিদর পাড়া তমিজ উদ্দিন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, রাউজান উপজেলা খ” জোনের সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভাণ্ডারী, হাফেজ মুহাম্মদ আকতার হোসাইন,মুহাম্মাদ এমদাদ হোসাইন, মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন, মাওলানা মোহাম্মদ মিনহাজুল আবেদীন, হাফেজ আহমদুল রাহমান ফয়েজ,
বাদে জুমা আশেকানে গাউসুল আজম মাইজভাণ্ডারী ও আশেকানে হক ভান্ডারী এবং এলাকার মরহুম, মরহুমা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের ঈসালে সওয়াব উপলক্ষে মিলাদ কেয়াম শেষে বিশ্ববাসীর জন্য বিশেষ মুনাজাত ও মুসল্লীদের মাঝে তবুরক বিতরণ করা হয়।