শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজান উপজেলার ৩নং চিকদাইর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিন সর্তা এলাকায় ওমানস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি সি,আ্ইপি ইয়াসিন চৌধুরীর বাড়ীতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
৩০ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টার সময়ে মোটর সাইকেল নিয়ে ৫০ থেকে ৬০ জনের দুবৃত্তরা এসে দাহ্য পদার্থূ ছিটিয়ে ইয়াসিন চৌধুরীর ঘরে আগুন লাগিয়ে দেয় বলে প্রত্যক্ষ দর্শীরা জানান।
অগ্নিসংযোগের ঘটনার সংবাদ পেয়ে রাউজান ফায়ার ষ্টেশন থেকে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়।
ঘটনার সময়ে সি,আইপি ইয়াসিন চৌধুরী বাড়ীতে ছিলেন না। বাড়ীতে তার কেয়ারটেকার মোস্তাফা ছিল।
রাউজান ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা শামশুল আলম বলেন, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনীর সদস্যা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
রাউজান থানার সেকেন্ড অফিসার নাফিজুল ইসলাম বলেন, ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।