রাউজানবার্তা প্রতিবেদক:
সাবেক সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ও তরুণ রাজনীতিক সামির কাদের চৌধুরীর নির্দেশনায় চট্টগ্রামের রাউজানে নাতোয়ান বাগিছা এলাকার কয়েকটি গ্রামের বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৩ আগষ্ট শুক্রবার বিকেলে নাতোয়ান বাগিছা হাটে রাউজান সদর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়।
রাউজান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপুর সভাপতিত্বে ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সি. সদস্য পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবুর পরিচালনায় অতিথি ছিলেন রাউজান উপজেরা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. একরাম মিয়া, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সি. যুগ্ম সম্পাদক রাসেল খাঁন,
উত্তর জেলা যুবদল নেতা মঞ্জুরুল আলম মঞ্জু, যুবদল নেতা নিজাম উদ্দিন সুজন, যুবদল নেতা নজরুল ইসলাম চৌধুরী, যুবদল নেতা সেলিম উদ্দিন খাঁন, মো. জসিম মেম্বার, যুবদল নেতা মো. মনছুর।
উপস্থিত ছিলেন যুবদল নেতা বাহাদুর, মো. রফিক, আবু সৈয়্যদ, রিবন, যুবদলের আলী সুমন, মুন্না, আইয়ুব, কাদের, মোবারক, আব্দুল হালিম, ছাত্রদল নেতা মো. এসকান্দর, রিপন, গিয়াস, তাসিন, নিজাম, রুবেল, শোয়েব, ফরহাদ, ফাহিম, সাকিব, আরমান, জসিম, রাব্বি, তারেক, ফয়সাল, আশিক, আরাফাত, হারুন, জাহেদ, সোহেল রায়হান, কোরবান, নাসির।
অনুষ্ঠানে অতিথিরা ২৫০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এছাড়াও ফটিকছড়ি বন্যার্তদের জন্য গাড়ি করে ত্রাণ সামগ্রী নিয়ে যায়।