রাউজানবার্তা প্রতিবেদক: রাউজান উপজেলা ১ নং হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হয়রত ইয়াছিন শাহ্ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট দানবীর আলহাজ্ব হয়তর শাহ্সূফী আব্দুর ওহাব বি এ বি এড এর মাজার শরিফে জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন হলদিয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গতকাল শুক্রবার নেতাকর্মীরা জিয়ারত শেষ করে আমির হাটস্থ দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা করেন। সভাপতিত্ব করেন রাউজান উপজেলা বিএনপি সদস্য মহিউদ্দিন জীবন।
অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মোসলেম উদ্দিন, আবু জাফর, শাহলাম, ইউসুফ, মহিউদ্দিন, ওসমান গনি মুরাদ, মামুন মিয়া।
উপস্থিত ছিলেন আব্দুল খালেক, দিদার, দিদারুল আলম, পংকজ বড়ুয়া, সৈয়দ হোসনে, মোহাম্মদ সাইফুল, আলমগীর, মোহাম্মদ হাসান, আনোয়ার পাশা, সোহেল, বাবু, নুরুল আবছার, আবুল বসর, কালু ফকির, বাবর, হালিম, গিয়াস উদ্দিন, গিয়াস, জয়নাল আবেদীন প্রমুখ।
জিয়ারতে মোনাজাত করেন বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আজহারী।