শফিউল আলম, রাউজানবার্তাঃ
বৌদ্ব সম্প্রদায়ের প্রধান উৎসব প্রবরনা পুর্ণিমা উপলক্ষে গত ১৬ অক্টোবর বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সময়ে রাউজানের হলদিয়া, ডাবুয়া ইউনিয়নের লাঠিছড়ি, সুড়ঙ্গা, হিংগলা, নোয়াজিশপুর ইউনিয়নের পশ্চিম ফতেহ নগর, রাউজান পৌরসভার পশ্চিম গহিরা, সর্তার ঘাট, বিনাজুরী ইউনিয়নের পশ্চিম বিনাজুরী, ইদিলপুর, বিনাজুরী, জাম্মইন, রাউজান ইউনিয়নের জয়নগর, কেউটিয়া, পশ্চিম রাউজান, পুর্ব গুজরা ইউনিয়নের পশ্চিম আধার মানিক, আধার মানিক, হোয়ারা পাড়া ছাদংখীল, পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই, আবুর খীল, ডোমখালী, উরকিরচর ইউনিয়নের আবুর খীল, পশ্চিম আবুর খীল, কদলপুর ইউনিয়নের পশ্চিম কদলপুর, দক্ষিন জয় নগর, পাহাড়তলী ইউনিয়নের খৈয়াখালী, মহামুনি, বৌদ্ব অধুষ্যিত এলাকায় প্রতিটি বিহারে বিহারে ফানুষ উড়ানোর উৎসব চলে।
প্রতিটি বিহারে নারী পুরুষ সহ বিভিন্ন বয়সের লোকজন এসে ভীড় করে। ধর্মীয় সভার আয়োজন করা করা হয় নানা রঙের ফানুস ও বেলুন উড়িয়ে এই উৎসব উদযাপন করা হয়। প্রবরনা উপলক্ষে গহিরা বোধি বিহার পরিচালনা পরিষদের আয়োজনে ফানুস বাতি উত্তোলন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করনে অধ্যক্ষ লোকবংশ থেরো।প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভা সাবেক কমিশনার আশেক রসুল রোকন। বিহারের সাধারণ সম্পাদক জুলন বড়ুয়ার পরিচলানয় উপস্থিত ছিলেন বাবু সতু বড়ুয়া, মানিক বড়ুয়া, দোলন বড়ুয়া, রাসেদ উদ্দিন, মোফাচ্ছেল মিয়া, সালাউদ্দীন, ইফতেখার উদ্দিন, আমিরুজ্জামান আসিফ, সমর্থ বড়ুয়া জয়, মুন্না বড়য়া সহ প্রমুখ।
সভায় প্রধান অথিতি সাম্প্রদায়ীক সম্প্রতি অটুট রাখতে সকলের সহযোগী তা কামনা করেন। উপস্থিত ভক্তদের সঙ্গে প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা বিনিময় করেন।