নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করুন : রাউজানে ডিআইজি আহসান হাবিব

শফিউল আলম, রাউজানবার্তাঃ

রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে সাথে নিয়ে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও বিভিন্ন রাজনৈতিক দল সমূহের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত ডিআইজি আহসান হাবিব পলাশ।

৫ অক্টোবর শনিবার বিকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় রাউজান সদর শ্রী শ্রী জগ্ননাথ সেবাশ্রম পূজা মন্ডপে। রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত বাসুর সভাপতিত্বে ও তরুণ বিশ্বাস অরুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান, সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া) সার্কেল হুমায়ন কবির, রাউজান থানার ওসি মীর মাহাবুর রহমান,

উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা জামাতের আমীর বেলাল হোসাইন, বিএনপি নেতা ফয়জুল ইসলাম টিপু, সৈয়দ মনজুরুল হক, রেজাউল রহিম আজম, জেলা যুবদল নেতা সাবের সুলতান কাজল, সাবেক ছাত্রনেতা রাসেল খান, জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক টিপু দে, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, পৌর পৌজা উদযাপন পরিষদের সভাপতি সজিব দে, সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথি ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন, আগামী শারদীয় দূর্গাপূজায় প্রতিটি পূজা মন্ডপে পুলিশ, আনসারসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করা হবে। যেকোন অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় পুলিশ পাশে থাকবে।

তিনি বলেন, দেশে সম্প্রতি কিছু ঘটনায় যারা ঘটিয়েছে তারা দুর্বৃত্ত। দৃর্বৃত্তের কোন দলের পরিচয় থাকতে পারে না। তারা শুধু অপরাধী। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি রাউজানে নির্বিঘ্নে সনাতনি সম্প্রদায়কে দূর্গা পূজা উদযাপনের আহবান জানান। মতবিনিময় শেষে তিনি রাউজানের কয়েকটি পূজা মন্ডপের আগাম প্রস্তুতি পরিদর্শন করেন।