“সুফিবাদের আধ্যাত্মিক ও মানবিক দর্শন বর্তমান আধুনিক যুগেও আন্তরিকতা ও সহমর্মিতার শিক্ষা দেয়”

যুক্তরাষ্ট্রের বস্টনে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় বক্তারা-

শফিউল আলম, রাউজানবার্তাঃ

“সুফিবাদের আধ্যাত্মিক ও মানবিক দর্শন বর্তমান আধুনিকতা ও মানবিকতার শিক্ষা দেয়। বর্তমান যুগেও আন্তরিকতা ও সহমর্মিতার শিক্ষা দেয়। যুক্তরাষ্ট্রের বস্টনে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় বক্তারা তাদের বক্তব্যে একথা বলেন।

গত ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের বস্টন অঙ্গরাজ্যের ১৬২ মাইস্টিক এভিনিউ, মেডফোর্ড, এমএ হলে এস জেড এইচ এম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মাইজভান্ডারী একাডেমির উদ্যোগে এক উন্মুক্ত গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। এসব বিষয়ের উপর অনুষ্ঠিত উক্ত গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন দরবার-ই-গাউসুল আযম মাইজভান্ডারীর গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন ও এস জেড এইচ এম ট্রাস্টের  ম্যানেজিং ট্রাস্টি রাহবারে আলম হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (ম.জি.আ.)।

এমআইটির পোস্ট ডক্টোরাল স্কলার ড. এম ইমরানুল করিম ইয়াকুবীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন-তেলাওয়াত করেন আহমদ নবী। আলোচনায় বক্তারা বলেন, সুফিবাদের আধ্যাত্মিক ও মানবিক দর্শন বর্তমান আধুনিক যুগেও সমাজে আন্তরিকতা ও সহমর্মিতার শিক্ষা দেয়।

ইসলাম অনেক বেশি গুরতপুর্ণ¡ ভুমিকা পালন করেন । মানুষের কল্যাণ বয়ে আনে এমন নতুন চিন্তা ভাবনাকে ইসলাম সব সময় উৎসাহিত করে।

অনুষ্ঠানের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ইসলাম হচ্ছে একটি আধ্যাত্মিক ধর্ম। সামগ্রিক ইসলামের একটি অংশ হলো রাজনীতি। আমরা যদি আধাত্মিকতার উপরে রাজনীতিকে গুরুত্ব দিই- তখন মূলত কোরআনকে সংকীর্ণ করে ফেলা হয়।
ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন ভার্জিনিয়া জর্জ মেশন ইউনিভার্সিটির রিলিজিয়াস স্টাডিজ অধ্যাপক ড. সারোয়ার আলম ও ইলিনয়স স্টেট ইউনিভির্সিটির শিক্ষার্থী সাকলাইন খোরশেদ।

এছাড়াও ‘ডিজাস্টার চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল’ এর প্রতিষ্ঠাতা পরিচালক ও শিশু অধিকার সংরক্ষণ আন্দোলনে বিশেষ অবদান রাখা ব্যক্তি ডা. এহসান হক, হার্ভার্ড মেডিকেল স্কুল এফিলিয়েটেড রিসার্চ প্রজেক্টের গবেষণা সহকারী টিপু চৌধুরী, ডিপার্টমেন্ট অব কনজারভেশন এন্ড রিক্রিয়েশন (ডিসিআর) বস্টন এর ইনভাইরমেন্টাল ইঞ্জিনিয়ার মুহাম্মদ নোমান চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব ও সংগঠক ওসমান গনি, কনভেনিয়েনস স্টোরস ওনার্স এসোশিয়েশন এর সাধারণ সম্পাদক ও সংগঠক হুমায়ুন মোর্শেদ, দৈনিক আজাদী’র প্রাক্তন আলোকচিত্র সাংবাদিক তাপস বড়ুয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক মেহেদী ইমাম ও মোহাম্মদ লোকমান আলোচনায় অংশ নেন।