গাউসিয়া কমিটি গহিরা শাখার ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাউজানবার্তা প্রতিবেদকঃ
গাউসিয়া কমিটি বাংলাদেশ গহিরা শাখার উদ্যোগে মরহুম-মরহুমা মুরব্বিদের ইছালে সওয়াবের উদ্দেশ্যে পবিত্র খতমে কুরআন, খতমে গাউসিয়া, মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) গহিরা কামিল মাদরাসা জামে মসজিদে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ গহিরা শাখার সিনিয়র সহ-সভাপতি হযরতুলহাজ্ব আল্লামা সিরাজুল ইসলাম চিশতী।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা গাউসিয়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এম.এ মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান দারুল ইসলাম ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা কাজী ইউনূস রেজভী, রাউজান উপজেলা গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, গহিরা মাদ্রাসা জামে মসজিদের খতীব সালাউদ্দিন আলকাদেরী ও পেশ ইমাম হাফেজ ফিরোজ।
মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, এই মাস আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। মরহুমদের জন্য দোয়া এবং ইফতারের মাধ্যমে তাঁরা সকলের ঐক্য ও কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
গাউসিয়া কমিটি গহিরা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ সালেহীন আরমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন গহিরা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির চৌধুরী, সাবেক সহ-সাধারণ সম্পাদক কাজী জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জাহেদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম আসিফ, অর্থ সম্পাদক মুহাম্মদ ইরফাতুল আলম, সহ-অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, দপ্তর সম্পাদক মুহাম্মদ ইসমাইল, সমাজ কল্যাণ সম্পাদক আছাদ চৌধুরী, মুহাম্মদ তৌহিদুল আলম, সায়েম চৌধুরী, মাওলানা মহিউদ্দিন, ইফতেখারুল আলম আরফাত, মাওলানা জসিম, মুহাম্মদ নাজিম, ওমর কায়সার, মুহাম্মদ ওয়াসিম, মুহাম্মদ মনির, জে.এম আদনান, মুহাম্মদ মামুন, মুহাম্মদ রুবেল, মুহাম্মদ সৌরভ, মুহাম্মদ আজম, মুহাম্মদ কামরুল, মুহাম্মদ নাবিদ, মুহাম্মদ রাফাত সহ গাউসিয়া কমিটি বাংলাদেশ, গহিরা শাখার আওতাধীন সকল ইউনিট শাখার সম্পাদক ও সদস্যবৃন্দ।।
ইফতার মাহফিলে রমজানের ফজিলত ও ত্যাগের মহিমা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: সাহেদুর রহমান মোরশেদ
মোবাইল: ০১৮১৮ ১১৭৪৭০, ইমেইল: raozan786@gmail.com
© raozanbarta24.com 2023. All Rights Reserved