রাউজানবার্তা প্রতিবেদকঃ
চট্টগ্রামের রাউজানে পাঁচতলা ভবনে রঙ করার সময় নিচে পড়ে গিয়ে নজরুল ইসলাম (৩৮) নামে এক রঙ মিস্ত্রি মারা গেছেন।
সোমবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামে দিদারুল আলম ম্যানশনের (আল হেলাল তিলোত্তমা ভবন) পঞ্চম তলায় কাজ করার সময় তিনি রশি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নজরুল ইসলাম রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাঘপুকুর পাড় এলাকার প্রয়াত আলী আকবরের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়েসহ দুই সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, রঙ করার সময় ভবনের বাইরে ঝুলে কাজ করছিলেন নজরুল। হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তার জীবন রক্ষা করা সম্ভব হয়নি।
নিহতের ভাই মো. আজগর বলেন, “আমাদের কোনো অভিযোগ নেই। এটা একটি দুর্ঘটনা।”
ভবন মালিক দিদারুল আলম জানান, “কাজের সময় অসাবধানতাবশত নজরুল নিচে পড়ে যায়। আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। নিহতের পরিবারের পাশে থাকার চেষ্টা করছি।”
এ বিষয়ে রাউজান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সানাউল্লাহ বলেন, “এ ধরনের কোনো মৃত্যুর তথ্য আমাদের কাছে আসেনি। তবে কেউ অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা ভবন নির্মাণ ও সংস্কারকাজে শ্রমিকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।
সম্পাদক ও প্রকাশক: সাহেদুর রহমান মোরশেদ
মোবাইল: ০১৮১৮ ১১৭৪৭০, ইমেইল: raozan786@gmail.com
© raozanbarta24.com 2023. All Rights Reserved