হালদার শাখা খালে ভেসে উঠল মৃত ডলফিন
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২২-০৭-১৫ ১৬:৫৬:২৭

রাউজানবার্তা প্রতিবেদকঃ
রাউজানের হালদার সংযুক্ত বুড়ি সর্তাখালে প্রায় ২০০ কেজি ওজনের একটি ডলফিন মরে ভেসে উঠেছে। ১৪ জুলাই বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গহিরা এলাকায় খালে ডলফিনটি ভাসতে দেখতে পান মো. হায়দার নামের স্থানীয় এক যুবক।
হায়দার বলেন, ‘বিশাল আকৃতির মৃত ডলফিনটির উচ্চতা ১০ ফুটের বেশি, ওজন প্রায় ২০০ কেজি। মুখে কোরবানির পশুর বর্জ্য (গরুর নাড়ি-ভুড়ি) আটকানো ছিল। ভাসমান অবস্থায় দেখতে পেয়ে সংশ্লিষ্টদের জানিয়েছি।’
হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, ‘বড় আকৃতির একটি গাঙ্গেয় ডলফিন ভেসে উঠেছে জানতে পেরে তথ্য সংগ্রহ করতে এসেছি। মৃত ডলফিনটি অনেক বড় আকৃতির। হালদায় এর আগে এত বড় ডলফিন মারা যায়নি।’ মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। ডলফিনটির শরীরে পচন ধরেছে। হালদা নদী ও সংযুক্ত খালে এই পর্যন্ত ৩৬টি ডলফিনের মৃত্যু হয়েছে।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc