রাউজানের যুবলীগ নেতা শহীদ হত্যা মামলার আসামী গ্রেফতার
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২২-০৬-২৮ ০০:৩৫:০১

শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজানে যুবলীগ নেতা শহীদুল আলম হত্যা মামলার আসামী মোহাম্মদ ইউসুফ(৫০) কে রেব-৭ গ্রেফতার করেছে। এই আসামী বিগত সাত বছর ধরে পালিয়ে বেরিয়েছিল। তাকে গ্রেফতার করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে ২৬ জুন রোববার।
উল্লেখ্য, গত ২০১৫ সালে রাউজান পৌর নয় নম্বার ওয়ার্ডের রাউজান-রাঙ্গামাটি সড়কের চারাবটতল এলাকায় যুবলীগের নেতা শহিদুল আলম (৩৫)কে নৃশংস ভাবে খুন হয়। একটি হত্যা মামলা দায়ের করেছিল নিহতের মা। (মামলা নং- ১৪/২৮, তারিখ ২৫ ফেব্রæয়ারি ২০১৫)। মামলায় ১নং আসামী করা হয় রাউজানের র্শীষ সন্ত্রাসী আজিজ উদ্দিনকে।
গত ১১ জানুয়ারি প্রধান আসামী আজিজ উদ্দিন ইমু Rab এর হাতে গ্রেফতার হয়। আসামী ইউছুপ রাউজান সদর ইউনিয়নের হরিশখান পাড়ার মৃত বজল আহম্মদ সওদাগরের পুত্র।
এ ব্যাপারে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, শহীদ হত্যা মামলার পলাতক আসামী ইউছুপকে Rab রাউজান থানায় সোর্পদ করার পর ২৭ জুন সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে ।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc