আজ , রোববার, ২৮ মে ২০২৩

রাউজানে ভারী ভর্ষন ও পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে বিভিন্ন স্থানে ভাঙ্গন দুটি মাটির গুদাম ঘর বিধ্বস্ত

লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২২-০৬-২০ ২২:২০:২৫

শফিউল আলম, রাউজানবার্তাঃ

ভারী ভর্ষন ও পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে রাউজানের ডাবুয়া ইউনিয়নের দক্ষিন হিংগলা, বণিক পাড়া, রাউজান পৌরসভার সাপলঙ্গা সাহানগর, ঢেউয়া পাড়া, হাজী পাড়া, শরীফ পাড়া, পালিত পাড়া, দাশ পাড়া, ছিটিয়া পাড়া সুলতানপুর জান মোহাম্মদ পাড়া, জলিল নগর বাস ষ্টেশন, বেরুলিয়া, সুলতানপুর কাজী পাড়া, বণিক পাড়া, জানালী হাট, সন্দ্বীপ পাড়া, সরতের দোকান, চিকদাইর ইউনিয়নের দক্ষিন সর্তা, ডাবুয়া ইউনিয়নের কেউকদাইর, এলাকার জনগনের চলাচলের সড়ক বসতবাড়ী, ব্যবসা প্রতিষ্টান পানিতে পানিতে ডুবে যায়।

গত ১৯ জুন রবিবার দিাবাগত রাতে ভারী বর্ষন হলে পাহাড়ী ঢলের শ্রোতের পানি নেমে খাসখালী খালের দক্ষিন হিংগলা, পালিত পাড়া এলাকায়, ডাবুয়া খালের চিকদাইর ইউনিয়নের ক্ষেত্রপাল মন্দির এলাকায়, কলমপতি খালের ঢেউয়া পাড়া এলাকায়, রাউজান থালের পুর্ব রাউজান, খলিলাবাদ মঙ্গল ছড়ি খালের পুর্ভ রাউজান, মুখছড়ি খালের কেউটিয়া এলাকায় ভাঙ্গন সৃষ্টি হয়ে পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে রাউজান ফকির হাট সড়ক, রাউজান পশু হাসপাতাল সড়ক, পালিত পাড়া সড়ক, দক্ষিন হিংগলা কলমপতি সড়ক, দাশ পাড়া সড়ক, জগৎ ধর সড়ক, হাফেজ বজুলুর রহমান সড়কের হাজী পাড়া এলাকা পানিতে ডুবে যায়।

রাউজানের পাহাড়তলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে দুটি মাটির গুদাম ঘর বিধস্ত হয় ভারী ভর্ষন ও পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে।

এ ব্যাপারে রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ বলেন, ভারী বর্ষন ও পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে রাউজানের পাহাড়তলীতে দুটি গুদাম ঘর বিধস্ত হয়েছে। রাউজানের বিভিন্ন এলাকায় ভারী বর্ষন ও পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে ক্ষয় ক্ষতির পরিমান নির্ধারন করতে স্থানীয় জনপ্রতিনিধিদের তালিকা তৈয়ারী করে দেওয়ার জন্য বলা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি তালিকা পাঠালে ক্ষয়ক্ষতির পরিমান বলা যাবে।