রাউজানে বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২২-০৬-০৪ ০০:০৩:১৯

রাউজানবার্তা প্রতিবেদকঃ
চট্টগ্রামের রাউজানে দশম শ্রেণীতে পড়ুয়া ১৬ বছরের এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করেছেন রাউজান উপজেলা প্রশাসন।
শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ সিকদারের হস্তক্ষেপে কমিউনিটি সেন্টারে আয়োজিত বিয়ের অনুষ্ঠান বন্ধ করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার গায়ে হলুদ শেষে শুক্রবার হলদিয়া ইউনিয়নের মুহাম্মদীয়া কমিউনিটি পার্ক নামক কমিউনিটি সেন্টারে হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদরাসার দশম শ্রেণীর এক শিক্ষার্থীর সঙ্গে হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা গ্রামের মোহাম্মদ জাফর আলমের প্রবাসী ছেলে মোহাম্মদ জমশেদুল আলম (সাইমন) এর বিয়ের আয়োজন করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা বাল্যবিবাহ বন্ধ করেন। হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, আমার ইউনিয়নে বাল্যবিবাহের আয়োজন হচ্ছে আমি জানতাম না। এমন কি ওই ওয়ার্ডের ইউপি সদস্যও জানতেন না। ইউএনও মহোদয়ের হস্তক্ষেপে ১৮ বছরের আগে বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা নেওয়া হয়।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ সিকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দশম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।
উল্লেখ্য, স্কুলের দেওয়া তথ্য মতে ঐ শিক্ষার্থীর জন্ম ২০০৬ সালের ৩০ এপ্রিল।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc