দশ বৎসরের বকেয়া পৌর কর দিলেন বন বিভাগ
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২২-০৬-০২ ০১:১০:১৫

শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের বন বিভাগের ষ্টেশন অফিস ও নার্সারির গত দশ বৎসরের বকেয়া কর পরিশোধ করেন বন বিভাগ।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী গত দশ বৎরের বকেয়া পৌর কর ৬৭ হাজার ৭শত ৫০ টাকার চেক দেয়।
বন বিভাগের বকেয়া পৌর কর ৬৭ হাজার ৭শত ৫০ টাকার চেক গত ৩১ মে মঙ্গলবার বিকালে রাউজান পৌরসভা কার্যলয়ে বন বিভাগের রাউজান ষ্টেশন অফিসার আইয়ুব আলী মন্ডল উপস্থিত হয়ে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের হাতে বকেয়া পৌর করের টাকার চেক তুলে দেয়।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc