রাউজানে স্কুল ছাত্রীর সাথে ইভটিজিং করার অপরাধে যুবকের অর্থদন্ড
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২২-০৬-০১ ০০:২৭:৩৫

শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজান উপজেলার পশ্চিম গুজরা শ্যামাচরন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র স্কুল থেকে বাড়ী যাওয়ার পথে গত ৩০ মে সোমবার দুপুরে রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইসলামপুর এলাকার মনির উদ্দিনের পুত্র নাসের (২০) এক ছাত্রীর সাথে ইভটিজিং করে।
এঘটনার পর গতকাল ৩১ মে মঙ্গলবার সকালে স্থানীয় মেম্বার ও এলাকার লোকজন ইভটিজিংকারী নাসেরকে ধরে পুলিশের কাছে সোর্পদ করেন।
পুলিশ ইভটিজার নাসেরকে রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি অতিশ দর্শী চাকমার আদালতে সোর্পদ করেন। রাউজান উপজেলাসহকারী কমিশনার ভুমি অতিশ দর্শী চাকমা ইভটিজার নাসেরের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে। আর কোনদিন এসব অপরাধ করবেনা মর্মে মুচলেখা নিয়ে তাকে নাসেরের অভিবাবকের জিম্মায় ছেড়ে দেয়।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc