রাউজানের ইউএনও কে বিদায়ী সংবর্ধনা দিলেন রাউজান প্রেসক্লাব
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২২-০৫-২৯ ২৩:৫৭:০২

রাউজানবার্তা প্রতিবেদকঃ
পদোন্নতি জনিত বিদায় উপলক্ষে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগকে বিদায়ী সংবর্ধনা দিলেন রাউজান প্রেসক্লাব।
২৯ মে রবিবার দুপুরে রাউজান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সংবর্ধনা দেন রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম। সংবর্ধিত অতিথি ছিলেন নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম রমজান আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, বীর মুক্তিযোদ্ধা ইউছুপ খাঁন চৌধুরী, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম।
উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ সভাপতি শাহেদুর রহমান মোরশেদ, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সাংগঠনিক সম্পাদক কামাল হাবিবি, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ, লোকমান আনচারী, আরফাত হোসাইন প্রমুখ।
এতে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রাউজান প্রেসক্লাবের পক্ষ থেকে নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের হাতে সম্মাননা স্মারক তুলে দেন নেতৃবৃন্দরা।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc