রাউজানে মাদক মামলায় তিন বৎসরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শুক্কুর গ্রেফতার
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২২-০৫-১৫ ০০:০৭:৪৫

শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজান থানার মাদক দ্রব্য আইনে মামলায় আদালত তিন বৎসরের সাজা দেয় মাদক ব্যবসায়ী শুক্কুর আলীকে। তিন বৎসরের সাজা মাথায় নিয়ে হাটহাজারীতে আত্মগোপন করেন মাদক ব্যবসায়ী শুক্কুল আলী।
রাউজান থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে গত১৩ মে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তিন বৎসরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শুক্কুল আলী (৫৪) কে হাটহাজারী এলাকা থেকে গ্রেফতার করে।
১৪ মে শনিবার মাদক ব্যবসায়ী শুক্কুর আলীকে আদালতে সোপর্দ করে বলে জানান, রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল । মাদক ব্যবসায়ী শুক্কুর আলীর বিরুদ্বে রাউজান থানায় একাধিক মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে। মাদক ব্যবসায়ী শুক্কুর আলী রাউজান পৌরসভার ৮৭নং ওয়ার্ডের খাসখালী কুল এলাকার মৃত আবদুল আজিজের পুত্র।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc