বিনাজুরীতে বিজিএফ চাউল বিতরণ করলেন চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২২-০৪-২৮ ০১:২৯:৩০

শফিউল আলম, রাউজানবার্তাঃ
আসন্ন ঈদকে সামনে রেখে রাউজানের বিনাজুরী ইউনিয়নে বিজিএফ চাউল বিতরণ করা হয়েছে।
২৬ এপ্রিল সকালে বিনাজুরী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই চাউল বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে বিনাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী।
ইউপি সচিব মিন্টু কুমার বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সংঘ প্রিয় বড়ুয়া, আওয়ামী লীগ নেতা বসু মিত্র বড়ুয়া, এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম বাচ্চু, ২য় প্যানেল চেয়ারম্যান খোকন বড়ুয়া, ইউপি সদস্য নেপাল মহাজন, পল্টন দেব, সরোয়ার আজাদ,উত্তম কুমার বিশ্বাস, রনজিত বড়ুয়া, রাখাল চন্দ্র বড়ুয়া, রাসু আক্তার, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।
বিনাজুরী ইউনিয়নে প্রায় ২ শত ৫০ জন হত দরিদ্র পরিবারকে বিজিএফ চাউল বিতরণ করা হয়।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc