রাউজানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ঈদের আগে ঘর নির্মান করে দেবেন রাউজান পৌর মেয়র, খাদ্য ও কাপড় বিতরন
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২২-০৪-১৭ ২৩:৩৯:৫৮

শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর কাজী পাড়ার আবদুল সালম সওদাগরের দোকানের পার্শ্বে মোঃ আলীর বাড়ীতে গত ১৬ এপ্রিল শনিবার সন্দ্ব্যায় আগুনে রহমত আলী, মোহাম্মদ আলীর ঘর ও ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে রাউজান ফায়ার ষ্টেশন থেকে দমকল বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
আগুনে দু পরিবারের ঘর ও মালামাল সহ ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ১৭ এপ্রিল রবিবার বিকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরে সাখে কথা বলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের চাউল, ডাল, সহ খাদ্য সামগ্রী কাপড় প্রদান করেন।
রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ঈদের পুর্বে আগুনে ক্ষতিগ্রস্থ দু পরিবারকে টিন দিয়ে ঘর নির্মান করে দেবেন বলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের প্রতিশ্রুতি দেয়।
এসময়ে আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জানে আলম জনি, শওকত হাসান চৌধুরী, মহিলা কাউন্সিলর জেবু নেচ্ছা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, যুবলীগ নেতা আবু সালেক, সাবের উদ্দিন, ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন, আরফানুল ইসলাম আবির প্রমুখ ।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc