আজ , রোববার, ২৮ মে ২০২৩

রাউজানে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২২-০৪-১৪ ০০:১১:৩১

শফিউল আলম, রাউজানবার্তাঃ

রাউজানে পানিতে ডুবে নিশাত (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ৩নং চিকদাইর ইউনিয়নের উত্তর পাঠান পাড়া এলাকায় ১৩ এপ্রিল বুধবার সকাল ১১ টার সময়ে বাড়ীর পাশে পুকুরে গোসল করার সময়ে পুকুরের পানিতে ডুবে মৃত্যুর এই ঘটনা ঘটে।

জানা যায়, গোসল করে পুকুর থেকে নিশাত ঘরে ফিরে না আসলে পরিবারের সদস্যরা ও এলাকার লোকজন পুকুরে নিশাতকে খুজতে থাকে। পুকুরের পানিতে ভাসমান অবস্থায় নিশাতকে পেয়ে এলাকার লোকজন উদ্বার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে নিশাতকে মৃত্যু বলে ঘোষনা করে চিকিৎসক।

স্থানীয় মেম্বার আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, উত্তর পাঠান পাড়া এলাকার বাসিন্দ্বা জিন্নাত আলীর কন্যা নিশাতের পানিতে ডুবে মুত্যু হয়েছে।