রাউজানে পাগলা কুকুরের কামড়ে আহত ১৭
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২২-০৪-০২ ২৩:৫৭:৩৬

শফিউল আলম, রাউজানবার্তাঃ
চট্টগ্রাম জেলার রাউজানে কয়েকটি পাগলা কুকুরের কামড়ে শিশু সহ আহত হয়েছেন ১৭ জন। ২ এপ্রিল শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের কেউটিয়া কুলাল পাড়া নাতোয়ান বাগিচা এলাকায় এঘটনা ঘটে।
কুকুরের কামড়ে আহতরা হলেন, বাচ্চু আকতার (২৮) অদিরিতা (২০), সেকান্দর মিয়া (৭০), অরুপ বড়ুয়া (৪৭), অনিন্দ নাথ (৫২), প্রিতম ভট্টচার্য্য (৭২), পপি বড়ুয়া (৩০) শিশু মোহাম্মদ সায়েদ (৩), সনজিনা (৯) আরমা আকতার (৩ বৎসর ৬মাস) এ্যনি আকতার (১৪) জান্নাতুল নিশা (৫২) ইসফা (৪০), রিহুল জান্নতা ( সাড়ে বৎসর) সাফায়েত (৫২) ফাহিম (১৮) মোঃ শাফি (৫০) সহ ১৭ জনকে পাগলা কুকুর দল বেধে আক্রমণ করে।
আহতদের মধ্যে মারাত্বক ভাবে আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অবশিষ্টদের রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় বলে জানান রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ নাজমুল হাসান।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc