রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডে কমমুল্যে টি,সি,বি এর পন্য পেলেন ৮শত ২৯ পরিবার
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২২-০৩-২৫ ০০:৪৮:৫১

শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডে কমমুল্যে টি,সি,বি এর পন্য পেলেন ৮শত ২৯ পরিবারের সদস্য।
২৪মার্চ বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সময়ে রাউজান জলিল নগর বাস ষ্টেশনে টি,সি,বি” এর ডিলার রোহিত এন্টারপ্রাইজ ট্রাক থেকে কার্ডধারী ক্রেতাদের কাছে এসব পন্য বিক্রয় করেন।
২ কেজি সয়াবিন তৈল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি ৪শত ৬০ টাকা নিয়ে ক্রেতাদেও কাছে বিক্রয় করা হয়। রাউজান জলিল নগর বাস ষ্টেশনে কম মুল্যে টি,সি, বি” এর ট্রাক থেকে কমমুলে পন্য বিক্রয় করার সময়ে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চৌধুরী মনিরুজ্জমান, রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, রাউজান পৌরসভার মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, আওয়ামী লীগ নেতা রিটন দাশ গুপ্ত, যুবলীগ নেতা মিটু চৌধুরী, হুমায়ুন কবির কাঞ্চন, বাটুল চৌধুরী, বেলাল উদ্দিন প্রমুখ ।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc