রাউজানে নর্থ পয়েন্ট ন্যাশনাল স্কুলের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২২-০৩-২২ ০০:৪৪:৫২

শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজানের ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে আলোকিত মানুষ গড়ে তোলতে নর্থ পয়েন্ট ন্যাশনাল স্কুল প্রশংসনীয় ভুমিকা রেখে আসছে। এই শিক্ষা প্রতিষ্টান আগামী দিনে আরো আলোকিত মানুষ গড়ে তুলতে ভুমিকা রাখবে। চট্টগ্রামের রাউজানে নর্থ পয়েন্ট ন্যাশনাল স্কুলের নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একথা বলেন।
২১ মার্চ দুপুরে নর্থ পয়েন্ট ন্যাশনাল স্কুলের নতুন একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মনসুর মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, রাউজান পৌর সভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী মোহাম্মদ ইকবাল, যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান, পৌর কাউন্সিলর জানে আলম জনি, আলমগীর আলী, জসিম উদ্দিন চৌধুরী, শিক্ষানুরাগী ডাঃ দীপক সরকার।
স্বাগত বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মুছা আলম খান, পলাশ মজুমদার। এছাড়া জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক শিক্ষার্থী, ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। ফিতা কেটে,বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন ।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc