শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজান উপজেলার ৯ নং পাহাড়তলী ইউনিয়নের চুয়েটের পাশে পাহাড়তলী চৌমুহনীর মোড়ে হাজী মকবুল টাওয়ারের ৩ তলায় ৫০ শয্যা বিশিষ্ট দি বিসিসিইউএল জেনারেল হাসাপাতাল আগামী ৭ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৩ টার সময়ে উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাৎ হোসেন। হাসপাতাল পরিচালনা কমিটির চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন।
এছাড়া ও উদ্বোধনী অনুষ্টানে জেলা ও উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, বিশেষজ্ঞ চিকিৎসক, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ্ব উপস্থিত থাকবেন। হাসপাতালের উদ্বোধন উপলক্ষে ৫ ফেব্রুয়ারী বুধবার বিকাল ২টার সময় হাসপাতালের হলরুমে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিণিময় করেন।
হাসপাতাল পরিচালনা কমিটির চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষুর সভাপতিত্বে ও পরিচালক এপোক্সিয়ান মৃণাল বড়ুয়ার সঞ্চলনায় অনুষ্টিত মতবিণিময় সভায় বক্তব্য রাখেন হাসপতালের এমডি, কল্লোল বড়ুয়া, হাসপতালের ভাইস চেয়ারম্যান তীর্র্থংকর বড়ুয়া,হাসাপাতালের এডমিন আমিন উল্লাহ, হাজী মকবুল টাওয়ারের স্বর্তধিকারী মোঃ মোস্তাফা প্রমুখ।
মতবিণিময় সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য সেবাকে মফস্বলে নিয়ে আসতে এই হাসপাতাল চালু করা হয়েছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কের পাশে এই হাসপাতাল দিবারাত ২৪ ঘন্টা খোলা থাকবে। উন্নত মানের প্রযুক্তিসম্পন্ন সর্বোত্তম চিকিৎসা সেবার জন্য ১০টি বিভাগ চালু থাকবে। হাসপাতাল বিশেষত্ব স্বাস্থ্যসেবার মধ্যে থাকবে প্রসুতর জন্য গাইনী বিভাগ. নবজাতক শিশু ও এনআইসি বিভাগ, ডায়বেটিস ফুটকেয়ার, ডায়ালাইসিস,ফিজিওথেরাপি, অর্থোপেডিক ও ২৪ ঘন্টা এ্যম্বুলেন্স সেবা। এছাড়া ও হাসপাতালে চক্ষুবিভাগ, নাক কান গলারোগ বিভাগ, মেডিসিন নিউরোমোডিসিন বিভাগ, হৃদরোগ, দন্ত চিকিৎসা সেবা হাসপাতালে থাকবে। পুরুষের জন্য ১৫টি মহিলার জন্য ১৫ টি সাধারন বেড, ৫টি এসি, ৫টি ননএসি কেবিন, শিশুদের জন্য ১০টি স্পোশাল চাইল্ড নিউবন ইউনিট। হাসপাতালের উদ্বোধনের পর রাউজান, রাঙ্গুনিয়া উপজেলা ছাড়া ও রাঙ্গামাটি বান্দরবান সহ আশে পাশের এলাকার মানুষের জন্য সহজলভ্য করন হাসপাতাল রচিত হবে ।
সম্পাদক ও প্রকাশক: সাহেদুর রহমান মোরশেদ
মোবাইল: ০১৮১৮ ১১৭৪৭০, ইমেইল: raozan786@gmail.com
© raozanbarta24.com 2023. All Rights Reserved