রাউজানবার্তা প্রতিবেদকঃ
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সাথে সৌজন্যে সাক্ষাত করেছেন রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দরা সংগঠনে একটি বর্ষ পঞ্জিকা তুলে দেন জেলা প্রশাসকে।
৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে এ সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় রাউজান উপজেলা নির্বাহি অফিসার কার্য্যালয়ে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ, সহকারী কমিশনার (ভুমি) অংছিং মারমা।
রাউজান প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাওলানা এম বেলাল উদ্দীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, বর্তমান সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, সহ সভাপতি হাবিবুর রহমান, সহ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সিনিয়র সদস্য আরফাত হোসাইন প্রমুখ। এসময় বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, চট্টগ্রামের ১৫ উপজেলার মধ্যে রাউজান সৌভাগ্যের অধিকারী ও সমৃদ্ধ উপজেলা । এ উপজেলার প্রাকৃতিক পরিবেশ, সাহিত্য-সংস্কৃতি ও সম্ভাবনার চিত্র সমূহ লেখনীর মাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা রাখতে পারে। তিনি রাউজান প্রেসক্লাবের অগ্রগতি কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: সাহেদুর রহমান মোরশেদ
মোবাইল: ০১৮১৮ ১১৭৪৭০, ইমেইল: raozan786@gmail.com
© raozanbarta24.com 2023. All Rights Reserved