রাউজানবার্তা প্রতিবেদকঃ
রাউজানের পশ্চিম গুজরায় খাজা মঈনুদ্দীন চিশতী (রাঃ) এর উরশ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল ১ ফেব্রুয়ারি শনিবার বাদে মাগরিব ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। খাজা মঈনুদ্দীন চিশতী (রাঃ) উরশ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিলে হাটহাজারী আলিফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও মোহাম্মদ তোফাচ্ছেলের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ আলাউদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুদ্দৌলা, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মাহমুদ, রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা। মাহফিলে প্রধান বক্তা ছিলেন উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি সেলিম উদ্দীন রেজভী। বিশেষ বক্তা ছিলেন উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা শাহীন মুরাদ আল কাদেরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তর গুজরা বায়তুল উলুম সি. মাদ্রাসার মুদারিরস আল্লামা জাফর আহম্মদ মানিকী,ইসলামী ফাউন্ডেশন রাউজান উপজেলার কর্মকর্তা আল্লামা হাসান মুরাদ আল মাউজভান্ডারী।
খাজা মঈনুদ্দীন চিশতী (রাঃ) উরশ খানকা পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইদ্রিস ফকির, মোহাম্মদ হারুন, মোহাম্মদ হারুনুর রশিদ, মজিবুল হক, এয়াকুব আলী সওদাগর,কবির আহমদ, এসকান্দরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা গেলে সমাজ হবে সুন্দর এবং সত্যিকার অর্থেই আলোকিত।
মাহফিলে দেশ বরেণ্য বহু ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে আখেরি মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: সাহেদুর রহমান মোরশেদ
মোবাইল: ০১৮১৮ ১১৭৪৭০, ইমেইল: raozan786@gmail.com
© raozanbarta24.com 2023. All Rights Reserved