

সাহেদুর রহমান মোরশেদ, রাউজানঃ
চট্টগ্রামের রাউজানে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৫৫) নামের এক ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আব্বাস (৩৯) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।
আজ ২৪জানুয়ারী শুক্রবার দুপুর ১ঃ১৫ ঘটিকায় সময় আছদ আলী মাতুব্বর পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই দিদার ও স্থানীয়রা জানান আজ দুপুর ১টার দিকে বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর নোয়াপাড়া নিরামিষ পাড়ার মরহুম আবু সৈয়দের বড় ছেলে নোয়াপাড়া মাকসুদ কমিউনিটি সেন্টারেরর মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাড়ীতে নামাজ পরার উদ্দেশ্যে সাথে উনার ম্যানেজার আব্বাসকে নিয়ে মোটরবাইক যোগে বাড়িতে যাচ্ছিলেন।
পথিমধ্যে আছদআলী মাতব্বর পাড়ায় পৌছলে (আনুমানিক দুপুর ১ঃ১৫ মিনিটে) অজ্ঞাত অস্ত্রধারী দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং বাইকে থাকা আব্বাসও মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
বিকেল ৩ঃ৩৫ ঘটিকায় সময় এই রিপোর্ট লেখা পর্যন্ত নগরীর এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিহতের লাশ গ্রহন করার জন্য স্বজনদের অপেক্ষারত দেখা যায়।
বিকেল ৩ঃ৩৪ মিনিটের সময় রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সরকারি নাম্বারে ফোন করলে ফোন রিসিভ না করায় উনার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
পরবর্তীতে আরও বিস্তারিত সহ আপডেট করা হবে।