এম জাহাঙ্গীর নেওয়াজঃ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাউজান উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৭ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে নয় টায় উপজেলার জানালীহাটস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের রাউজান উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আবুল হাশেম। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তাসলিম।
সাধারণ সম্পাদক মাওলানা ফরিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস.এম লুৎফর রহমান, চট্টগ্রাম উত্তর জেলার উপদেষ্টা আব্দুল জব্বার, অধ্যাপক ড.আব্দুল হামিদ চৌধুরী,
চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মু.ইউসুফ বিন আবু বকর, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ, রাউজান উপজেলার প্রধান উপদেষ্টা শাহজাহান মঞ্জু, মোহাম্মদ রিদোয়ান শাহ, রাউজান পৌরসভা শাখার উপদেষ্টা বেলাল মোহাম্মদ, ছাত্রনেতা মিনহাজুল ইসলাম, অধ্যক্ষ শহীদুল ইসলাম চৌধুরী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় কমিটির সদস্য সোহাগ মিয়া, শহীদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, এই দেশে শেখ হাসিনার ফ্যাসিবাদী দলের আর কোনো স্থান নেই। যারা ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করতে চান, তার মনে হয় দীর্ঘ ১৬ বছর নির্যাতন, নিপীড়ন ও অত্যাচারে কথা ভুলে গেছে। এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ভুলে গেলে চলবে না।
দ্বিতীয় অধিবেশনে দ্বি-বার্ষিক নির্বাচনে মুহাম্মদ আবুল হাশেমকে সভাপতি ও মাওলানা ফরিদুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে ৩০ সদস্য বিশিষ্ট নতুন কমিটির কর্মকর্তা ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মু.ইউসুফ বিন আবু বকর।
সম্পাদক ও প্রকাশক: সাহেদুর রহমান মোরশেদ
মোবাইল: ০১৮১৮ ১১৭৪৭০, ইমেইল: raozan786@gmail.com
© raozanbarta24.com 2023. All Rights Reserved