শফিউল আলম, রাউজানবার্তাঃ
চট্টগ্রামের রাউজানে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে নুর আয়েশা বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
২৩ ডিসেম্বর সোমবার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফজুর পাড়া এলাকার মৃত মনু মিয়ার স্ত্রী।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গত শুক্রবার আগুন পোহাতে গিয়ে আয়েশা বেগমের পরনের কাপড়ে আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমাবার ভোরে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল আলম চৌধুরী।
সম্পাদক ও প্রকাশক: সাহেদুর রহমান মোরশেদ
মোবাইল: ০১৮১৮ ১১৭৪৭০, ইমেইল: raozan786@gmail.com
© raozanbarta24.com 2023. All Rights Reserved