শফিউল আলম, রাউজানবার্তাঃ
চট্টগ্রামের রাউজানে ভয়াবহ আগুনে পুড়েছে ৫টি দোকান। শুক্রবার ভোরে রাউজান পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের দাইয়ার ঘাটা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় পরিমল সেনের জনতা ফার্মেসী, প্রত্যয় সরকারের সুলতানপুর ফার্মেসী, আবু রায়হানের রকমারি কম্পিউটার অ্যান্ড স্টেশনারী, বরুণ শীলের সেলুন এবং মো. বাবুলের আবুধাবি টেকনিক্যাল ওয়ার্কসপ পুড়ে ছাই হয়ে যায়। পাঁচ প্রতিষ্ঠানের দোকানঘর, ঔষধ, কম্পিউটার, ফটোকপি মেশিন, প্রিন্টার, নগদ টাকা, স্টেশনারী সামগ্রীসহ আসবাবপত্র পুড়ে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
এটি পরিকল্পিত অগ্নিকাণ্ড বলে অভিযোগ করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবু রায়হান। তিনি বলেন, আমার প্রতিষ্ঠানের প্রায় ৬-৭ লাখ টাকা ক্ষতি হয়েছে। পরিকল্পিতভাবে অতিদাহ্য পদার্থ দ্বারা অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় আইনের আশ্রয় নেওয়ার কথা জনিয়েছেন তিনি। রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের লিডার কাউসার বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আমাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়-ক্ষতির বিষয়ে তদন্ত ছাড়া বলা যাচ্ছেনা বলেও জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: সাহেদুর রহমান মোরশেদ
মোবাইল: ০১৮১৮ ১১৭৪৭০, ইমেইল: raozan786@gmail.com
© raozanbarta24.com 2023. All Rights Reserved