শফিউল আলম, রাউজানবার্তাঃ
এক এক করে ফুরিয়ে গেল দুর্গাপূজার দিনগুলি। বিজয়া দশমী ছিল গতকাল ১৩ অক্টোবর রবিবার। রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে মণ্ডপে মণ্ডপে বেজে উঠে বিদায়ের সুর।
ট্রাকে, পিকআপ. করে চটগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক, চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক, দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক, শহীদ জাফর সড়ক, রাউজান নোয়াপাড়া সড়ক, গশ্চি মোহাম্মদজমা সড়ক, লাম্বুর হাট সড়ক, রাউলী সড়ক, অদুদিয়া সড়ক দিয়ে বিজয়া দশমীর র্যালী বের করা হয়।
র্যালীতে বাদ্য বাজনার তালে তালে সনাতন ধর্মীয় অনুসারী নারী-স পুরুষ, কিশোর কিশোরী, যুবক, যুবতীরা প্রতিমা নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠতে দেখা যায়।
রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের ঢেউয়া পাড়া অপারিজিতা আশ্রম মাঠে ও সুলতানপুর প্রসন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় সংগ্লন্ন মন্দির মাঠে বিজয়া দশমী সম্মিলন করেন।
অপরদিকে দক্ষিন রাউজানের ভ্রাম্বন হাট সংগ্লন গৌরাঙ্গ মন্দির মাঠে বিজয়া দশমী সম্মিলন করে সনাতন ধর্মীয় অনুসারীরা পুকুর জলাশয়, কর্ণফুলী নদী, হালদা নদীতে দেবী দুর্গাকে বিসর্জ্জন দেয়ার মাধ্যমে শেষ হয় ২শত ২৯টি পুজা মন্ডপের আনুষ্টানিকতা ।
সম্পাদক ও প্রকাশক: সাহেদুর রহমান মোরশেদ
মোবাইল: ০১৮১৮ ১১৭৪৭০, ইমেইল: raozan786@gmail.com
© raozanbarta24.com 2023. All Rights Reserved