শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজানে পুকুরের পানিতে ডুবে মঈনুদ্দিন আহমেদ খসরু (০৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের কারিগর বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত খসরু মাওলানা জিলহজ্ব উদ্দীনের ছেলে বলে জানা গেছে। স্থানীয় লোকজন জানান, রবিবার বেলা সাড়ে ১২টায় খেলতে বের হয় শিশু খসরু। এরপর তার এক মামাতো ভাই পুকুরে পড়ে যাওয়ার খবর দিলে স্থানীয়রা গিয়ে উদ্ধার করার পর গহিরা জে. কে মেমোরিয়াল হসপিটালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করলেও বেঁচে আছেন এমন ধারনায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরাও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর লাশ নিয়ে বাড়িতে ফিরেন নিহত শিশুর স্বজনেরা।
সম্পাদক ও প্রকাশক: সাহেদুর রহমান মোরশেদ
মোবাইল: ০১৮১৮ ১১৭৪৭০, ইমেইল: raozan786@gmail.com
© raozanbarta24.com 2023. All Rights Reserved