শফিউল আলম, রাউজানবার্তাঃ
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের ৯নং ওযার্ডের দক্ষিন হিংগলা হাসমত আলী কাজীর বাড়ির বাসিন্দ্বা মোহাম্মদ ইলিয়াছের পুত্র মোঃ মিজান (৩৬) গত এক সাপ্তাহ পুর্বে চট্টগ্রাম নগরীর তার বাসা থেকে মোটর সাইকেল নিয়ে কক্সবাজার বেড়াতে যাওয়ার পথে সড়কে দুর্ঘটনায় মারাত্বকভাবে আহত হয়।
আহতবস্থায় তাকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৬ সেপ্টেম্বর সোমবার ভোররাতে হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন মিজান।
আজ বাদে আসর গ্রামের বাড়ী দক্ষিন হিংগলা আবিদ আলী তালুকদার জামে মসজিদ মাঠে মোঃ মিজানের জানাজার নামাজ অনুষ্টিত হবে। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে প্রতিরেশী সেলিম উদ্দিন জানান।
সম্পাদক ও প্রকাশক: সাহেদুর রহমান মোরশেদ
মোবাইল: ০১৮১৮ ১১৭৪৭০, ইমেইল: raozan786@gmail.com
© raozanbarta24.com 2023. All Rights Reserved