শফিউল আলম, রাউজানবার্তাঃ
বন্যার পানিতে ডুবে রাউজানের বিভিন্ন এলাকায় আমন ধানের চারা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানির শ্রোতে রাউজানের বিভিন্ন এলাকার সড়ক ব্যাপক ক্ষতি হয়েছে। ভারী বর্ষন ও পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় আমন ধান, সব্জি ক্ষেত, জনগনের চলাচলের সড়ক সমুহ ব্যাপক ক্ষতি হয়।
রাউজানের দক্ষিন হিংগলা এলাকার কৃষক কাজী আসলাম বলেন, ১০ একর জমিতে আমন ধানের চাষাবাদ করি। ১০ একর আমন ধানের চাষাবাদের জমির মধ্যে ৫ একর জমিতে রোপন করা আমন ধানের জমির আমন ধানের চারা বন্যার পানিতে ক্ষতি হয়। বন্যার পানির শ্রোতে রাউজানের বিভিন্ন এলাকার সড়ক ক্ষতবিক্ষত হয়ে যানবাহন চলাচল করছে মারাত্বক ঝুকিঁ নিয়ে।
রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন, বন্যায় রাউজানে আমন ধান ও সব্জি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়ে উর্ধত্বন কতৃপক্ষকে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: সাহেদুর রহমান মোরশেদ
মোবাইল: ০১৮১৮ ১১৭৪৭০, ইমেইল: raozan786@gmail.com
© raozanbarta24.com 2023. All Rights Reserved