এম জাহাঙ্গীর নেওয়াজঃ
রাঙ্গুনিয়া বেতাগী গাউছিয়া কমিটি বাংলাদেশ ডেমিছড়া শাখার উদ্যোগে পবিত্র শোহাদায়ে কারবালার স্বরণে হাফেজ ক্কারী হযরত সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (র:) এর সালানা ওরশ মোবারক উপলক্ষে আজিমুশান মিলাদ মহফিল গত ১১ ই জুলাই বৃহস্পতিবার বাদে মাগরিব মাওলানা আজিম উদ্দিন আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
হাফেজ বশির আহমদ কাদেরীর সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তা ছিলেন মাওলানা জয়নাল আবেদিন আল কাদেরী, বিশেষ বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ জামাল হোসাইন , অতিথি ছিলেন মাওলানা আহমদ করিম নঈমী, মাওলানা মুহাম্মদ আলী নঈমী, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা শাহা আলম, এডভোকেট নুর হোসেন , মুহাম্মদ ইশতিয়াক রেজা, ডেমিছাড়া ইউনিট শাখার ব্যবস্থাপনায় এলাকা বাসী ও প্রবাসীবৃন্দদের সহযোগিতায় অনুষ্টিত হয়।
পরে মাহফিলে দরুদ কেয়াম ও মুনাজাত শেষে তাবারুক বিতরনের মাধ্যমে সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশক: সাহেদুর রহমান মোরশেদ
মোবাইল: ০১৮১৮ ১১৭৪৭০, ইমেইল: raozan786@gmail.com
© raozanbarta24.com 2023. All Rights Reserved