শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজান উপজেলার ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ফকির পাড়া এলাকার বাসিন্দ্বা মৃত আবদুল জলিলের পুত্র কৃষক সিরাজের একটি বকনা গরু বাড়ীর অদুরে খালী ফসলী জমিতে চড়ানোর জন্য রশি দিয়ে বেধে দিয়ে যায়।
গত ৫ মে রবিবার দুপরে সিরাজের বকনা গরুটি চুরি করে নিয়ে যায় বলে জানান রঘুনন্দন চৌধুরী হাটের ব্যবসায়ী আবদুল হামিদ। চুরি করে নিয়ে যাওয়া গরুটির মুল্য ৭০ হাজার টাকা ।
সম্পাদক ও প্রকাশক: সাহেদুর রহমান মোরশেদ
মোবাইল: ০১৮১৮ ১১৭৪৭০, ইমেইল: raozan786@gmail.com
© raozanbarta24.com 2023. All Rights Reserved