শফিউল আলম, রাউজানবার্তাঃ
চট্টগ্রাম নগরীতে মোটরসাইকেলে ধাক্কায় মো. মিনহাজ উদ্দিন সায়েম (৩৪) নামে রাউজানের এক যুবকের মৃত্যু হয়েছে।
গত ৩ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম গরীর পতেঙ্গা থানার খেজুরতলা এলাকায় মোটরসাইকেলের সাথে ধাক্কায় গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
নিহত মিনহাজ রাউজান পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের ওহাব উল্লাহ মিয়াজী বাড়ীর শওকত আবু বক্করের ছেলে। নিহত মিনহাজের বন্ধু মো. বোরহান উদ্দিন বলেন, আমরা রাতে মিনহাজের মৃত্যুর সংবাদ পায়। মিনহাজ চট্টগ্রাম নগরীতে থাকতেন, সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ বক্সের ইনচার্জ নুরে আলম আশেক বলেন, পতেঙ্গা খেজুর তলা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় চালকসহ তিনজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। আহত দুইজন চমেক হাসপাতালের ২৮ নং ওয়ার্ডে ভর্তি আছে।
সম্পাদক ও প্রকাশক: সাহেদুর রহমান মোরশেদ
মোবাইল: ০১৮১৮ ১১৭৪৭০, ইমেইল: raozan786@gmail.com
© raozanbarta24.com 2023. All Rights Reserved