রাউজানে অস্ত্রসহ পুলিশের হাতে আটক-২
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৩-০৮-২৩ ০০:৩৯:০৮

রাউজানবার্তা, প্রতিবেদকঃ
রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ২২ আগস্ট মঙ্গল বার ভোর ৪টায় গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার উরকিরচর ইউনিয়নের কাপ্তাই সড়কের সোনারগাঁও কমিউনিটি সেন্টার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উরকিরচর উইনিয়নের হারপাড়া গ্রামের সৈয়দ আলীর বাড়ি মোহাম্মদ শফির পুত্র মোহাম্মদ করিম (৩৪) ও বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের শেখ আহম্মদ চেয়ারম্যান বাড়ীর আমীর হোসেনর পুত্র রাশেদুল ইসলাম মানিক (৩৫)।
জানা যায়, অস্ত্রসহ দুজন ব্যক্তির অবস্থানের খবর পেয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই টুটুন মজুমদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আদের আটক ও পরে কোমড়ে থাকা অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, আটক হওয়া দুইজনের কাছ থেকে দেশীয় তৈরী একটি দু’নলা বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। আটক করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে ও নারী শিশু নির্যাতন আইনে বায়োজিদ থানা, কাপ্তাই থানা, রাঙ্গুনিয়া থানা, রাঙ্গমাটি সদর থানা ও রাউজান থানা সহ ৭টি মামলা রয়েছে।
রাশেদুল ইসলাম মানিক বিরুদ্ধে একই ভাবে হাটহাজারী থানা, কাপ্তাই থানা, পটিয়া থানা, রাঙ্গুনিয়া থানা ও কর্ণফুলী থানা, ও রাউজান থানায় ৬টি মামলা রয়েছে।
রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান, আটক আসামীদের বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগার প্রেরণ করা হয়েছে।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc