আজ , বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

রাউজানের মগদাই এলাকায় প্রতিপক্ষের হামলায় আহত ২

লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৩-০৬-০৯ ০০:৫৩:৫৭

শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজান উপজেলার ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মগদাই আলামিয়া তালুকদার বাড়ীর বাসিন্দা সজিব, মুজিব, মাহাবুল আলম সহ তাদের পরিবারের সদস্যরা একই বাড়ীর আবু জাফরের পুত্র মোঃ তৈয়ব (৩১) মোঃ তালেব (২৪) বেদম প্রহার করেছে বলে থানায় অভিযোগে জানা গেছে। সজিব, মুজিব, মাহাবুল আলম সহ তাদের পরিবারের সদস্যদের বেদম প্রহারে তৈয়ব ও তালেব মারাত্বক ভাবে আহত হয়।

আহত দুজনকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ৮ মে বৃহস্পতিবার সকাল ১১ টার সময়ে এঘটনা সংগঠিত হয়।

আহত তৈয়ব ও তালেবের বোন রুজি আকতার জানান, আমাদের বাড়ীর সামনে আমার পিতার নির্মান করা গ্যারেজে সজিব, মুজিব, মাহাবুল আলম গাড়ী রাখলে আমার ভাইয়েরা বাধা দেয়। এঘটনাকে কেন্দ্র করে সজিব, মুজিব, মাহাবুল আলম সহ তাদের পরিবারের সদস্যরা লাঠি, দা নিয়ে আমার দুই ভাইয়ের উপর হামলা করে। হামলার ঘটনার পর আমি বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্বে রাউজান থানায় অভিযোগ করি।

এ ব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, হামালার ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করেন। হামলাকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি পুলিশ।