আজ , রোববার, ২৮ মে ২০২৩

নোয়াপাড়ায় পিছন থেকে দ্রুত গতির সিএনজির ধাক্কায় মটরসাইকেল আরহী সহ আহত- ৪

লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৩-০৫-২৪ ২৩:৪৬:৩৯

রাউজানবার্তা প্রতিবেদকঃ
রাউজানে পিছন থেকে দ্রুত গতির সিএনজির ধাক্কায় মটরসাইকেল আরহী সহ চার জন আহত হয়েছে। আজ ২৪মে রাত ৯টায় কাপ্তাই সড়কের নোয়াপাড়া পথের হাটের পশ্চিমে এই দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় আহত নোয়াপাড়া পথেরহাটস্থ ভারতশ্বরী মার্কেটের ব্যাবসায়ী রহমানিয়া এন্টারপ্রাইজের মুশফিকুর রহমান রাশেদ (৪১) জানান, আজ বুধবার ২৪মে রাত পৌনে নয়টায় দোকান বন্ধ করে কর্মচারীকে নিয়ে মটরসাইকেল নিয়ে বাসায় যাওয়ার সময় পথেরহাটের পশ্চিমে কর্ণফুলী কন. সেন্টারের সামনে পৌঁছলে পেছন থেকে দ্রুত গতির সিএনজি (চট্টগ্রাম থ-১১-৪২২৪ ) ধাক্কা দেয়। এতে গাড়ী থেকে কয়েক ফুট দুরে ছিটকে পরে আমি সহ আমার সাথে থাকা রিয়াদ (১৮) ও সাহেদ (৮) সহ অজ্ঞাত একজন শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও কেটে গিয়ে আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

জানায়ায়, পিছন থেকে মটরসাইকেলকে ধাক্কা দিয়ে সিএনজি ড্রাইভার গাড়ী ফেলে পালিয়ে যায়। বর্তমানে স্থানীয়রা গাড়িটি নোয়াপাড়ার একজন জনপ্রতিনিধির জিম্মায় রেখেছে বলে জানা গেছে।