রাউজানে আর্ত্নগোপনে থাকা সন্ত্রাসীরা সরব পুলিশের অভিযানে সন্ত্রাসী ধামা ইলিয়াছ ও দুই সহযোগী অস্ত্র সহ আটক
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৩-০৫-২৪ ২১:০৫:৩৮

শফিউল আলম, রাউজানবার্তাঃ
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বিভিন্ন এলাকায় আর্ত্নগোপনে চলে যাওয়া সন্ত্রাসীরা আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আবারো এলাকায় সরব হয়ে উঠেছে। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুনের নেতৃত্বে রাউজান থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে রাউজানের কদলপুর দুর্গম পাহাড়ী এলাকা কদলপুর ঈশান ভট্টের হাটের পুর্বে থেকে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ধামা ইলিয়াছ(৪৬) তার দু সহযোগি আনোয়ার হোসন বাছুল(৩৭) কামরুল হাসান শাকিল(২১) দুটি বন্দ্বুক, কার্তুজ, দেশীয় তৈয়ারী অস্ত্র কিরিচ, চাপাতিসহ আটক করতে সক্ষম হয়।
গত ২৩ মে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার সময়ে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের অভিযানে আটক শীর্ষ সন্ত্রাসী ধামা ইলিয়াছের বিরুদ্বে রাউজান থানায় হত্যা অপহরন সহ ৮টি মামলা রয়েছে।
তার দু সহযোগী আনোয়ার হোসেন বাছুলের বিরদ্বে ৬টি কামরুল হাসান শাকিলের বিরুদ্বে ২টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। শীর্ষ সন্ত্রাসী ধামা ইলিয়াছ তার দু সহযোগীদের বিরুদ্বে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজু করার পর ২৪ মে বুধবার দুপুরে তাদেরকে আদালতে সোর্পদ করেন রাউজান থানা পুলিশ। শীর্ষ সন্ত্রাসী ধামা ইলিয়াছ ও তার সহযোগীকে আরো জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেছেন বলে পুলিশ জানায়।
রাউজানের কদলপুর পাহাড়ী এলাকায় গোপন আস্তানায় থেকে সন্ত্রাসী ধামা ইলিয়াছ ও তার সহযোগীরা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড সহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছে।
পুলিশের অভিযানে আটক শীর্ষ সন্ত্রাসী ধামা ইলিয়াছ কদলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাধ্যম কদলপুর উত্তর শমমেরপাড়া এলাকার মৃত নুরুল আমিনের পুত্র, আনোয়ার হোসেন বাছুইল্যা একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আমির পাড়া এলাকার আবদুস সালামের পুত্র। কামরুল হাসান শাকিল ৭নং রাউজান ইউনিয়নের নাতোয়ান বাগিচা এলাকার দিদারুল আলমের পুত্র।
রাউজানের শীর্ষ সন্ত্রাসী ডাবুয়া ইউনিয়নের হিংগলা এলাকার আবুদুল মোনাফের পুত্র শীর্ষ সন্ত্রাসী আজিজুল হক ওমানে, শীর্ষ সন্ত্রাসী ফজল হক সৌদি আরবে আত্নগোপনে রয়েছে। শীর্ষ সন্ত্রাসী বিধান বড়ুয়া, কামরুল হাসান টিুটু জেলে রয়েছে। ওমানে শীষ সন্ত্রাসী আজিজুল হক আর্ত্নগোপনে থাকলে ও তার সহযোগীরা চট্টগ্রাম নগরীতে ও রাউজানের বিভিন্ন এলাকায় ছদ্দবেশে ও সন্ত্রাসী আজিজুল হকের কয়েকজন ঘনিষ্ট আত্বিয় ক্ষমতাশীন দলের কয়েকজন নেতার সাথে আতাঁত করে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। শীষ সন্ত্রাসী আজিজুল হকের ঘনিষ্ট কয়েকজন আত্বিয় ক্ষমতাসীন দলের ছাত্রলীগ, যুবলীগের পদে অধিষ্টিত রয়েছে। শীর্ষ সন্ত্রাসী আজিজুল হকের সহযোগী মানিক্যা, নুরুল ইসলাম, জহুর মিয়া, সুরমা ফজল, নেজাম, আমির, হলদিয়া ইউনিয়নের এয়াসিন নগর এলাকার সন্ত্রাসী দুলাল, রাউজানের চিকদাইর ইউনিয়নের দক্ষিন সর্তা এলাকার বাসিন্দ্বা মৃত আবদুর রহমানের পুত্র শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রফিকুল ইসলাম প্রকাশ বাচাঁইয়া, দেলোয়ার, গহিরা দলই নগর এলাকার সন্ত্রাসী এখতেয়ার উদ্দিন সুনইক্যা, ৭নং রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান এলাকার মৃত আমিনুর রহমানের পুত্র সন্ত্রাসী শাহ আলম সাহাইয়্যা, কদলপুর এলাকার সন্ত্রাসী হারুন এলাকায় ও চট্টগ্রাম নগরীতে আর্ত্নগোপনে ঘুরে বেড়াচ্ছে বলে সুত্র জানায়। রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়ার ড্কাাত বজল, সন্ত্রাসী জুম্মইয়্যা, বদুমুন্সি পাড়া এলাকার বাসিন্দ্বা শীর্ষ সন্ত্রাসী রমজান আলী, তার সহযোগী ফরিদ, মগদাইর ডাকাত পারভেজ, রাউজানের কদলপুর ইউনিয়নের ভোমর পাড়া এলাকা বাসিন্দ্বা বুয়েট ছাত্রী সাবেকুননাহার সনি হত্যা মামলার মৃতুদন্ড প্রাপ্ত আসামী মোকামেল হায়াত খান মুকি, ডাকাত আলম, পুর্ব গুজরা ইউনিয়নের আধার মানিক এলাকার বাসিন্দ্বা ডাকাত আফজল, বড়ঠাকুর পাড়া এলাকার বাসিন্দ্বা জাহেদ, জসিম, চইক্যা, উরকিরচর ইউনিয়নের বাসিন্দ্বা সন্ত্রাসী মুন্না চট্টগ্রাম নগরী ও রাউজানে আর্ত্নগোপনে ঘুরে বেড়াচ্ছেন।
রাউজানের শীর্ষ সন্ত্রাসী বিধান বড়ুয়া জেলে আটক রয়েছে। শীর্ষ সন্ত্রাসী বিধান বড়ুয়া জেল থেকে জামিনে বেরিয়ে আসার প্রচেষ্টায় মেতে উঠেছে। শীর্ষ সন্ত্রাসী আজিজুল হক ও rab এর ক্রস ফায়ারে নিহত শীর্ষ সন্ত্রাসী ডাকাত আলমকে রাউজানের পাহাড়ী এলাকা থেকে গত দু বৎসর পুর্বে রাউজান থানার তৎকালিন ওসি কেফায়েত উল্লাহর নেতৃত্বে রাউজান থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র সহ গ্রেফতার করে। ডাকাত আলম ও জেল থেকে জামিনে বেরিয়ে আসার প্রচেষ্টায় মেতে উঠেছে । রাউজানের হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা এলাকার বাসিন্দ্বা মরহুম রাজা মিয়ার পুত্র সন্ত্রাসী শফিকুল ইসলাম চট্টগ্রাম নগরীর ব্যবসায়ী জামাল উদ্দিন অপহরন ও হত্যা মামলার আসামী । সন্ত্রাসী শফিকুল ইসলাম চট্টগ্রাম নগরীতে আর্ত্নাগোপনে রয়েছে রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই এলাকার বাসিন্দ্বা শীর্ষ সন্ত্রাসী ডাকাত পারভেজ এর বিরুদ্বে হত্যাকান্ড সহ ১১টি মামলা রয়েছে বলে জানা যাায়। শীর্ষ সন্ত্রাসী ডাকাত পারভেজ । আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আর্ত্নাগোপনে থাকা সন্ত্রাসীরা এলাকায় আবারো সক্রিয় হয়ে উঠার প্রচেষ্টায় মেতে উঠেছে বলে একাধিক সুত্র জানায়।
জ্ঞানী গুণি ব্যক্তিদের জম্মভুমি রাউজান একসময়ে বেশ সুনাম ছিল। রাজনৈতিক অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাউজানের ঐতিহ্যকে ধংস করে রাজনৈতিক ছত্রছায়ায় সন্ত্রাসীরা। প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় লালিত সন্ত্রাসীরা রাউজানে হত্যা, অপহরন, চাদাঁবাজী, ডাকাতি করে শান্তির জনপদ রাউজানকে সন্ত্রাসের জনপদে পরিণত করেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সন্ত্রাসী কর্মকান্ড রোধ করা হলেও আর্ত্নগোপনে থাকা সন্ত্রাসীরা থাকে ধরা ছোয়ার বাইরে। রাজনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে রাউজানের বিভিন্ন এলাকায় খুন হয় শতাধিক যুবক, ছাত্র।
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, কদলপুর পাহাড়ী এলাকায় শীর্ষ সন্ত্রাসী ডাকাত ধামা ইলিয়াছ ও তার সহযোগিরা গত ২৩ মে মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতি নেয়। গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী ধামা ইলিয়াছ তার সহযোগিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঐ সময়ে পুলিশ ধাওয়া করে সন্ত্রাসী ডাকাত ধামা ইলিয়াছ তার দু সহযোগী আনোয়ার হোসেন বাছুইল্যা, কামরুল হাসান শাকিলকে অস্ত্র সহ আটক করে। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন আরো বলেন, আর্ত্নগোপনে থাকা সন্ত্রাসী ও ডাকাতদলের সদস্যরা যারা আর্ত্নগোপন থেকে এলাকায় সক্রিয় হয়ে উঠার প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ তাদের বিরুদ্বে সজাগ রয়েছে ।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc