আজ , রোববার, ২৮ মে ২০২৩

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-ইউনিসেফের যৌথ উদ্যোগে পূর্বগুজরা হাই স্কুলে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত

লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৩-০৫-২৪ ০০:৩৯:৩৪

রাউজানবার্তা প্রতিবেদকঃ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ এর যৌথ উদ্যোগে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে পূর্বগুজরা উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা (অ-১৭) ২০২৩ ক্রিকেট টুর্নামেন্ট (বালক-বালিকা) উদ্বোধন করা হয়েছে।

গতকাল বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল শাহ। ক্রীড়া শিক্ষক জহির উদ্দিন ও সিঃ শিক্ষক আতিক উল্ল্যাহ চৌধুরীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন উপজেলা (মাধ্যমিক) শিক্ষা অফিসার নাদির আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির শিক্ষাঅনুরাগী সদস্য সাংবাদিক এম. রমজান আলী, অভিভাবক সদস্য জমির ইসলাম, শিক্ষক অশোক বড়ুয়া।

উপস্থিত ছিলেন (ভারপ্রাপ্ত) সহকারি প্রধান শিক্ষক অসিত বরণ ধর, পংকজ কুমার ধর, মোঃ জাবের উদ্দীন, শুভ্রা বড়য়া, বেবী আকতার, স্বপন দাশ, মোঃ জাহেদুল আলম, সমর চৌধুরী, জাহেদুল ইসলাম, রুবি দাশ। ক্রীড়ার চূড়ান্ত ফলাফলে প্রীতি লতা সেন ক্রিকেট একাদশ (বালিকা) ১০ উইকেটে জয় লাভ করেন। মাষ্টারদা সূর্যসেন ক্রিকেট একাদশ (বালক) ৮ উইকেটে জয় লাভ করেন। বালকদের মধ্যে ম্যান অফ দ্যা ম্যাচ অর্জন করেন নয়ন বড়ুয়া। বালিকাদের মধ্যে ম্যান অফ দ্যা ম্যাচ অর্জন করেন ইসরাত জাহান (মুন)। ক্রীড়া শেষে উভয় দলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ এর যৌথ ব্যবস্থাপনায় সম্মানা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।