রাউজানে আটকে রেখে নির্যাতন ও পরে লাশ উদ্ধার ঘটনার আসামী ইদ্রিস গ্রেপ্তার
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৩-০৫-২৪ ০০:৩১:৪২

শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজানের নোয়াপাড়ায় পাওনাদারের বাড়িতে পাঁচ দিন আটকে রেখে নির্যাতন, পরে তার ঘর থেকে লাশ উদ্ধারের ঘটনায় হওয়া মামলার অভিযুক্ত সেই ইদ্রিস মিয়াকে গ্রেপ্তার করেছে rab-7 চট্টগ্রাম।
২৩ মে মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মুহাম্মদ ইদ্রিস মিয়া (৫০) রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়া গ্রামের খলিল দফদারের বাড়ির মৃত নুরুল আমিনের ছেলে।
জানা গেছে, নিহত কাজী দিদারুলের কাছ থেকে আসামিরা ৮ থেকে ১০ লাখ টাকা পাওয়ার দাবী করতেন। ওই টাকা উদ্ধারের কথা বলে গত শুক্রবার রাতে দিদারুলকে চট্টগ্রাম নগর থেকে তুলে আনেন ইউনুস আর ইদ্রিস মিয়াসহ সাত আটজন। সবাই মিলে আটকে রাখেন ইউনুছের পাকা বাড়ির একটি বদ্ধ কক্ষে।
এর মধ্যে গত ১৬ মে মঙ্গলবার বিকেলে ইউনুছের পাকা বাড়ির ওই কক্ষে খাটের উপর গলায় লুঙ্গি পেছানো ফাঁস লাগানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ মামলার আসামীরা হলেন একই গ্রামের ইউনুচ ড্রাইভারের বাড়ির মৃত সায়ের আহমদের ছেলে মুহাম্মদ ইউনুছ (৫০), খলিল দফাদারের বাড়ির মৃত নুরুল আমিনের ছেলে মুহাম্মদ ইদ্রিস মিয়া (৫০), চট্টগ্রাম নগরীর চান্দগাওয়ের বাসিন্দা মুহাম্মদ আলমগীর (৫০) ও ফেরদৌস নামের একজনসহ অজ্ঞাত আরও সাত আটজন।
rab-7 এর হাটহাজারী ক্যাম্প জানায়, ঘটনার পরদিন থানায় সুনির্দিষ্ট চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত সাত আটজনকে আসামী করে নিহতের ছেলে কাজী মিনারুল আলম বাদী হয়ে একটি মামলা করেন। এরপর পুলিশ প্রত্যেক আসামীর বাড়িতে তাল্লাশী চালিয়ে ছিল। তবে আসামীরা সবাই পরিবারসহ বাড়ি ছেড়ে পালাতক ছিলো। অপরদিকে গত আড়াই বছর আগে বাড়ি ছেড়ে স্ত্রী সন্তান নিয়ে চট্টগ্রাম নগরে চলে যান দেনাদার দিদারুল। তবে পরিবার বলছে মাসে মাসে দেনাশোধ করতে পাওনাদারদের কিস্তি হিসেবে টাকা দিতেন দিদারুল।
রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান, আসামী মুহাম্মদ ইদ্রিস মিয়াকে থানায় হস্তান্তর করেছে rab-7 এর হাটহাজারী ক্যাম্প। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের শিগগির গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc