রাউজানে মাথায় গাছ পড়ে শ্রমিকের মৃত্যু
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৩-০৫-২৪ ০০:২৩:২৩

রাউজানবার্তা প্রতিবেদকঃ
রাউজানে মাথা গাছ পড়ে মোঃ শফি (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
২৩ মে মঙ্গলবার দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে উপজেলার হলদিয়া ইউপি’র ৫ নং ওয়ার্ডের ছোলারো ঠিলা এলাকার মোঃ নুরুচ্ছাফার কাঠ বাগানে।
জানা গেছে, কাঠ ব্যবসায়ী মুহাম্মদ খোরশেদ নামের এক ব্যক্তির হয়ে নিহত শফিসহ আরো কয়েকজন শ্রমিক গাছ কাটছিল। গাছ কাটার এক পর্যায়ে গাছের অদূরে বসে থাকা কর্তনকৃত গাছের ঢাল এসে পড়ে শফির মাথার উপর। সাথে সাথে তার মাথা ফেটে যায়। আহত অবস্থায় দ্রুত তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেস হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতালে নেওয়ার পথে সেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। মারা যাওয়া শফি একই ইউপি’র ৮ নং ওয়ার্ডের বরকইত্যা ঠিলার মোঃ মফিজের ছেলে। সেই চার মেয়ে ও এক সন্তানের জনক।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc