স্মার্ট ভূমি সেবা প্রদানে রাউজানে সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৩-০৫-২৩ ০০:৩৫:২৬

রাউজানবার্তা প্রতিবেদকঃ
স্মার্ট ভূমি সেবা প্রদান ও ঘরে বসে ভূমি সেবা নিতে জনসাধারণের মাঝে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহ-২৩ উদ্বোধন হয়েছে।
সারা দেশের ন্যায় চট্টগ্রামের রাউজানে উদযাপিত হচ্ছে সপ্তাহব্যাপী এ ভূমিসেবা সপ্তাহ। ২২ মে সোমবার উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করেন রাউজান উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার।
এ ভূমিসেবা সপ্তাহ চলবে আগামী ২৮ মে পষর্ন্ত। সহকারী কমিশনার (ভূমি) মো: রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর সহ বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ, সেবা প্রার্থি, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশের পূর্ণাঙ্গ রূপরেখা বাস্তবায়নে বদ্ধপরিকর। ভূমির জটিলতা নিরসনে স্মার্ট ভূমি সেবা চালু করেছে। সেবাপ্রার্থিদের ভোগান্তি কমে গেছে। এখন প্রয়োজন ভূমি মালিকদের সচেতনাবোধ।
রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলামের জানান, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভিশন বাস্তবায়নে অনেকটা পথ এগিয়েছে ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস সমূহের সকল সেবা ডিজিটালি পাচ্ছে মানুষ। এই ডিজিটাল সেবা প্রদান কার্যক্রমকে আরো স্মার্ট করতে উপজেলা ভূমি অফিস কাজ করে যাচ্ছে। অনলাইনে নামজারি আবেদন গ্রহণ, শতভাগ ফি অনলাইনে আদায়, অনলাইনে খতিয়ান প্রদান, শতভাগ অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় এর উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc